আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে বিএনপি নেতা || রাস্তা নিয়ে বিরোধের জের

আপডেট: নভেম্বর ২৮, ২০১৬, ১২:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রাস্তা নিয়ে বিরোধের জের ধরে রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নে খোরশেদ আলম (৪৩) নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে বিএনপি নেতা ও তার সহযোগীরা। উপজেলার মাড়িয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর খালেকের নেতৃত্বে গতকাল রোববার সন্ধ্যায় খোরশেদ আলমকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি,তদন্ত) আসাদুজ্জামান আসাদ জানান, উপজেলার মাড়িয়া ইউনিয়নের বড় মাড়িয়া গ্রামের বাসিন্দা মোসলেম উদ্দিনের ছেলে নিহত খোরশেদ আলম। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। তার প্রতিবেশি আজাহার উদ্দিনের ছেলে মাড়িয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক। রাস্তা নিয়ে খোরশেদ আলমের সঙ্গে আব্দুল খালেকের বিরোধ ছিলো।
তিনি জানান, খোরশেদ আলমকে রাস্তা না দেয়ার জন্য বিএনপি নেতা আব্দুল খালেক রাস্তায় কাটা দিয়ে ঘিরে রেখেছিলো। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খোরশেদ আলম পথ চলাচলের জন্য রাস্তায় রাখা কাটা সরানোর চেষ্টা করেন। এসময় আব্দুল খালেকসহ তিন-চারজন হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খোরশেদ আলমের নাড়ি-ভুড়ি বের করে ফেলেন। এর ফলে ঘটনাস্থলেই খোরশেদ আলমের মৃত্যু হয়।
তিনি আরো জানান, পুলিশ বিএনপি নেতা খালেককে গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছে। খোরশেদ আলমের লাশ বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এঘটনায় থানায় হত্যামামলা দায়ের হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ