আ’লীগ ক্ষমতায় থাকলে দেশের কল্যাণ হয়, দেশের মানুষের উন্নয়ন হয় : আসাদ

আপডেট: জানুয়ারি ৪, ২০২৪, ১:২৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


রাজশাহী-৩ আসনের আ’লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদ বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের কল্যাণ হয়, দেশের মানুষের
তিনি বলেন, ১ জানুয়ারি নিশ্চয়ই এই স্কুলেও বই উৎসব হয়েছে। এই অঞ্চলের যারা জনপ্রতিনিধি, স্কুল পরিচালনা কমিটি, শিক্ষার্থী-অভিভাবক তাদের অনেকেই এসেছেন, বই উৎসবে অংশ নিয়েছিলেন। অতীতেও অনেক সরকার ছিল। কেউ কি বলেছিল, আপনার সন্তানের শিক্ষার অধিকার আছে? রাষ্ট্রের দায়িত্ব হলো- কোমলমতি সন্তানদের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এ অঙ্গীকার জচনওেনত্রী শেখ হাসিনার।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে মোহনপুর উপজেলার খোলাগাছি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসাদ বলেন, মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। কাকে ভোট দিবেন সেটা আপনাদের একান্ত বিষয়। আমরা শেখ হাসিনার দলের মানুষ হিসেবে নৌকা প্রতিকে ভোট চাইতে এসেছি। আরো প্রার্থী আছেন, তারাও এসেছেন অথবা আসবেন ভোট চাইতে। তারাও তাদের কথা বলবেন। আমি সবার কাছে নৌকা প্রতিকে ভোট চাই। কারণ, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের কল্যাণ হয়, দেশের মানুষের উন্নয়ন ঘটে।

আওয়ামী লীগ প্রার্থী আসাদ বলেন, পৃথিবীতে এক মাত্র শেখ হাসিনাই রাষ্ট্রনায়ক, যিনি স্পষ্টত জাতির সামনে দাঁড়িয়ে অঙ্গীকার করে বলেছেন, ‘সন্তান আপনার, লেখাপড়ার দায়িত্ব আমার।’ এই কথা কী অতীতে কোনো রাষ্ট্রপ্রধান বলতে পেরেছে, পারে নি। এই অঙ্গীকারের ধারাবাহিকতার জন্যই নৌকার আওয়ামী লীগকে, জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আবারো আনতে হবে। নৌকা মার্কা প্রতিকে ভোট দিয়ে দেশকে সর্বক্ষেত্রে উন্নয়নের সোপানে নিতে সহযোগিতা দিবেন।

স্থানীয় ওয়ার্ড আ’লীগ সভাপতি আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা আ’ লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, আ’লীগ নেতা সুরঞ্জিতকুমার সরকার, জেলা যুবলীগের সাবেক নেতা আলমগীর মোর্শেদ রঞ্জু, মোহনপুর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এনামুল হক, রায়ঘাটি ইউপি চেয়ারম্যান বাবলু রহমান, মোহনপুর আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আলী, সদস্য জামাল হোসেন বিশ্বাস, মোহনপুর যুবলীগের সাবেক নেতা আল মমিন শাহ গাবরু, রায়ঘাটি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আয়েজ উদ্দীন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ