আ’লীগ ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ ভালো থাকেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট: আগস্ট ১৫, ২০১৭, ১:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘সব ধর্মের মানুষের বসবাস উপযোগী দেশ বাংলাদেশ। আর এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারের কারণে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের সব ধর্মের মানুষ ভালো থাকেন। এ ব্যাপারে কারও দ্বিমত থাকা উচিত নয়।’
জন্মাষ্টমি উপলক্ষে গতকাল সোমবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ যৌথভাবে এ সভার আয়োজন করে।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ শাহরিয়ার আলম বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সনাতন ধর্মালম্বিদের মন্দির-গীর্জাগুলোর হয় উন্নয়ন। আর বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকলে হয় লুটপাট এবং দুর্নীতি। তাই আগামী নির্বাচনেও নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি বাবু ব্রজহরি দাশের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু অসিত কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, চারঘাটের সরদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস আলী শেখ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ