বুধবার, ১৮ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৪ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
অগ্রণী ক্রীড়া চক্রের উদ্যোগে অগ্রণী ক্রীড়া চক্র ক্লাবে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এফতার হোসেনের আত্মার কামনা করে গতকাল শুক্রবার বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনা ও তার সহধর্মিনী জাহানারা জামানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনসহ মুসল্লিরা।