আ’লীগ নেতা বেন্টুর গাড়িতে হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আপডেট: জানুয়ারি ১৯, ২০১৭, ১২:১৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুর গাড়িতে গুলি চালানোর প্রতিবাদে এবং হামলাকারিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সামাজিক সংগঠন আমরা নতুন প্রজন্মের আয়োজনে গতকাল বুধবার সকালে কোর্ট একাডেমি স্কুলের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে আমরা নতুন প্রজন্ম’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কনকের সহযোগিতায় সংগঠনের সদস্য ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন থেকে দ্রুত হামলাকারিকে সনাক্ত করে তাকে গ্রেপ্তার ও বিচার দাবি জানানো হয়েছে।
গত ৪ জানুয়ারি রাত ৯টার দিকে নগরীর গনকপাড়া এলাকায় আজিজুল আলম বেন্টুর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় ওই রাতেই তিনি বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। তবে পুলিশ এখনো হামলাকারিকে সনাক্ত করতে পারেনি।