বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলর উপলক্ষে মহানর আ’লীগের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটর সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আ’লীগ নেতকর্মীরা রাজনীতি করে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে।
আ’লীগ বিশ্বাস করে স্বাধীনতা অর্জনের জন্য ৩০ লাখ প্রাণ দিতে হয়েছে। হারাতে হয়ে অনেক নারীর ইচ্ছা, আকাঙ্খা ও সুখ। নেতৃত্ব দখল করার জন্য রাজনীতি করা আ’লীগের রাজনীতির পরিপন্থি। নেতৃত্ব দেওয়ার জন্য শক্ত মনোবল ও মানিসতা প্রয়োজন আছে। রাজশাহীতে আ’লীগের নেতাকর্মী ও সমর্থক বাড়ানোর জন্য সবাইকে সচেতন হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ ও সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গতকাল সোমবার রাতে নগর আ’লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের পরিচালনায় উপস্থিত ছিলেন, নগর আ’লীগের সহসভাপতি নওশের আলী, যুগ্মসাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাবুল, বোয়ালিয়া থানা পূর্ব আ’লীগের সভাপতি আতিকুর রহমান কালু প্রমুখ।