মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, । আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ ও সব ধরনের অফিসকে নগ্ন দলীয়করণ করেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে সর্বদা বিএনপির সংগঠনের নেতাকর্মীদের নির্যাতন করাতেন।
তিনি ভেবেছিলেন আজীবন ক্ষমতায় থাকবেন। এজন্য তিনি সকল প্রকার কৌশল অবলম্বন করেছিলেন। কিন্তু তিনি তার দলের নেতাকর্মীদের রেখে পালালেন।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে বিকেলে কেশরহাট উচ্চ বিদ্যালয়ে কেশরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমান দেশের বাহিরে থাকলেও তিনি সর্বদা দেশের মানুষের কথা ভাবেন।
তিনি ঘোষণা দিয়েছেন তৃণমুল থেকে উচ্চ পর্যায়ের একটি নেতাকর্মীর মামলা থাকলে তার কোন মামলায় যেন তাকে খালাস প্রদান করা হয়। এটাই হচ্ছে নেতা। আর খুনি হাসিনা তাদের নেতাকর্মীদের ফেলে দিয়ে নিজের প্রাণ বাঁচাতে দেশের বাহিরে পালিয়ে গেছেন। এখন আওয়ামী লীগের প্রকৃত নেতারা বলছেন, আর নয় আওয়ামীলীগ। এখন তারা শেখ হাসিনাকে ঘৃণা করেন ।
কেশরহাট পৌর যুবদলের আহ্বায়ক শাহীন আলমের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা ও সদস্য সচিব মশিউর রহমান এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, মোহনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আর রশিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বকুল, সদস্য সচিব বাচ্চু রহমান, কেশরহাট পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খুশবর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক মশিউর রহমান ও সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী।