শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আ.লীগ ২৪০ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে। উন্নয়নের নামে দেশকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে তল থেকে সব নিয়ে চলে গেছে। যুবশক্তিকে সম্পদে পরিনত না করে তারা একটা দারিদ্র্যময়, দুর্ভীক্ষময় রাষ্ট্র গঠনের পাঁয়তারা করেছে।
দেশের যুবসমাজকে কারিগরি শিক্ষায় উন্নীত না করে, তাদের মধ্যে খুন রাহাজানি ধর্ষণের অভয়ারণ্যে পরিনত করেছিল। অকার্যকর রাষ্টে পরিনত করার চেষ্টা হয়েছিল। জুলাই-আগস্টের আন্দোলন তার সব শেষ করে দিয়েছে।
রোববার (১১ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জে কুরআন দিবস উপলক্ষে ছাত্র গণজামায়েতে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৯৮৫ সালের ১১ মে ভারতের আদালত কুরআন বাজেয়াপ্তের আদেশ দিলে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে ৮ জনের মৃত্যুর স্মরণে কুরআন দিবস উপলক্ষে এই গণজামায়াতের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির জেলা শহর শাখা।
এসময় নুরুল ইসলাম সাদ্দাম বলেন, একটি দেশে কি পরিমাণ অনিয়ম-দূর্নীতি হলে দেশের প্রধান থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত দেশ থেকে পালিয়ে যেতে হয়। কতটা অপকর্ম করলে এমনটা করতে হয়, ইউনিয়নের নেতা পর্যন্ত খুঁজে পাওয়া যায়না।
কি কারনে তারা রাজনীতি করেছে? তারা দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে মানুষের মধ্যে ত্রাসের রাজস্ব করেছে। জনগণের ট্র্যাক্সের টাকা লুটপাট করেছে। ২০২৪ এর জুলাই-আগষ্টে জনগণ এর প্রতিবাদে রাস্তায় নেমেছে। আবার কেউ যদি একইভাবে লুটতরাজের রাজত্ব করতে চাই, তাদের পরিনতি কি হবে তা ছাত্র জনতা ২৪ এর আন্দোলনে দেখিয়ে দিয়েছে।
শিবির নেতা নুরুল ইসলাম সাদ্দাম বলেন, মীর কাশেম, আলী হাসান মুজাহিদসহ প্রথম সারীর নেতাদের হত্যা করেছে। তারা মনে করেছিল প্রথম সারীর নেতাদের হত্যা করলে জামায়াতও শেষ শিবিরও শেষ হয়ে যাবে, শান্তি মতো যা চাই, তাই করতে পারবে। শান্তিতে কি কি করেছে, তা সকলেই জানেন।
ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে গণজামায়াতের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী, সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলিমসহ জামায়াত ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।