শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
সিরিয়ার আলেপ্পোতে বিদ্রোহীদের ওপর রাশিয়ার বিমান হামলায় গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছে। লন্ডনভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বুধবার এ তথ্য জানিয়েছে।
বুস্তান আল কাসর ও ফারদৌস এলাকায় গত ২৪ ঘন্টায় এ বিমান হামলায় চালানো হয়েছে। নিহতরা সবাই আর রাশিকা শহরের এই দুটি এলাকার বাসিন্দা। হামলায় আহত হয়েছে আরো অর্ধশত। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস, ‘পুরো আলেপ্পোতে নীরবতা নেমে এসেছে। বিমান হামলার পর শহরে কোনো গুলি ছোড়া কিংবা অন্য কোনো গোলা হামলার শব্দ পাওয়া যায়নি।’
গত সপ্তাহে আলেপ্পোয় বিমান হামলার মাত্রা হ্রাস করেছিল রুশ ও সিরীয় বাহিনী। শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে আটকা পড়া বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে যাওয়ার সুযোগ দিতে হামলার মাত্রা হ্রাস করা হয়েছিল বলে জানিয়েছিল সরকারি বাহিনী। ওই সময় প্রেসিডেন্ট আসাদ বলেছিলেন, বিদ্রোহীরা অস্ত্র সমর্পন করে পরিবার-পরিজন নিয়ে নিরাপদে শহর ছেড়ে চলে যেতে পারবে। কিন্তু এ প্রস্তাবকে ‘ছলচাতুরি’ হিসেবে আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে বিদ্রোহীরা।- রাইজিংবিডি