বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
সিরিয়ার আলেপ্পো শহরের বিদ্রোহী-অধিকৃত পূর্বাংশ থেকে বিদ্রোহী যোদ্ধা ও অন্যান্য লোকজনকে সরিয়ে নিতে নতুন একটি চুক্তি হয়েছে বলে জানা গেছে।
শনিবার আল আরাবিয়া আল হাদাথ সংবাদ চ্যানেলেকে এ কথা জানিয়েছেন বিদ্রোহী কর্মকর্তা আল ফারুক আবু বকর।
আলেপ্পো থেকে তিনি জানান, বিদ্রোহীদের দখলকৃত দুটি গ্রাম থেকেও বিদ্রোহীদের অবশ্যই চলে যেতে হবে, সরকারপন্থি বাহিনীর এই দাবির মুখে পূর্ব আলেপ্পো থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ বন্ধ হয়ে গিয়েছিল। নতুন চুক্তিতে বিদ্রোহীদের দখলকৃত দুটি শিয়া গ্রাম থেকে লোকজনকে সরিয়ে নেওয়া, সরকারপন্থি বাহিনীর অবরোধের মধ্যে থাকা লেবানন সীমান্তবর্তী দুটি টাউন থেকে আহত লোকজনকে সরিয়ে নেওয়া এবং পূর্ব আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত অংশ থেকে সব লোকজনকে সরিয়ে নেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে।
সিরিয়ার সরকার বা সামরিক মিত্র-বাহিনীগুলোর সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় এ চুক্তির ব্যাপারে তাদের মন্তব্য জানা যায়নি।
আল ফৌয়া ও কেফরেয়া নামের ওই দুটি শিয়া অধ্যুষিত গ্রাম থেকে কতজন লোককে সরিয়ে নেওয়া হবে তা বলেননি আবু বকর।
জাতিসংঘের হিসাবমতে, বৃহস্পতিবার অন্তত ৬ হাজার মানুষ বিদ্রোহী-নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পোর এলাকাগুলো ছাড়লেও এখনও অন্তত ৫০ হাজার মানুষ সেখানে আটকা পড়ে আছেন।
সরকারপন্থি দুটো শহর থেকে অধিবাসীদের বের হতে বাধা দিয়ে বিদ্রোহীরা চুক্তি ভঙ্গ করেছে এমন অভিযোগে পূর্ব আলেপ্পো থেকে বিদ্রোহী যোদ্ধা ও অন্যান্য নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ বন্ধ করে দেয় সিরিয়া সরকার, জানিয়েছিল বিবিসি। রুশ বিমান হামলার সমর্থনে সিরিয়ার সরকারি বাহিনী পূর্ব আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রায় সব এলাকাই পুনরুদ্ধার করেছে।
পূর্ব আলেপ্পোর রামুসেহ এলাকা থেকে বৃহস্পতিবার ১০টি অ্যাম্বুলেন্স ও অন্তত ১৭টি বাসে করে প্রায় এক হাজার মানুষকে বিদ্রোহী নিয়ন্ত্রিত নিকটবর্তী অন্য একটি এলাকায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি।- বিডিনিউজ