মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
মাদকের অন্ধকার জীবনে বিচরণ ছিলো তাদের। অনেক দিন অন্ধকারে কাটিয়ে আলোর পথে ফিরতে শপথ নিলেন ৪৩ জন নারী পুরুষ মাদক ব্যবসায়ী। নিজে মাদক ব্যবসা করবো না, অন্যকেও করা থেকে বিরত রাখবো- এ ধরনের প্রতিজ্ঞা করে নগরীতে মাদক ব্যবসা পরিত্যাগ উদ্বুদ্ধকরণ সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে ২৪ নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার শফিকুল ইসলাম বিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (পশ্চিম) একএম নাহিদুল ইসলাম। বোয়লিয়া মডেল থানার আয়োজনে এ অনুষ্ঠানে সহাযোগিতা করেন, রাজশাহী সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী। এ অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।