মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
আবছার তৈয়বী:
এতো কোলাহল ছাড়িয়া তুমি নীরবে কিভাবে রও,
আশিকে রাসূল বিদ্রোহী কবি- গুরু তুমি মোর হও।
লও আজি মোর সালাম তুমি ওহে সাম্যের কবি,
মনের আকাশে চিরকাল রবে হৃদে আছে তব ছবি।
অত্যাচারীর খড়গ-কৃপাণে করোনি তুমি ভয়,
প্রেম দিয়ে তুমি জগতবাসীর করিয়াছ মন জয়।
রণ-তুর্য বাজিয়েছো তুমি হাতে ছিল শুধু মসি,
অত্যাচারীর হৃদয় কেঁপেছে অসিটা পড়েছে খসি।
সাম্যের গান গাহিয়া তুমি জাতিরে দিয়েছো ত্রাণ,
বলেছো প্রয়োজনে শির দিবে তুমি দিবে না শিরস্ত্রাণ।
উথাল-পাথাল জীবনে যবে হৃদয়ে বেড়েছে জ্বালা,
নবী বন্দনায় রচনা করেছো অতুল কবিতামালা।
দুঃখের সাগর পাড়ি দিয়ে যবে জীবনে এসেছে সুখ,
এদিক-ওদিক তাকিয়ে কেটেছো বোবা ছিল তব মুখ।
দুঃখ-যাতনায় কেটেছো জীবন পাওনি সুখের ছোঁয়া,
শেষ জীবনে পেয়েছিলে তাই ভালোবাসা আর দোয়া।
মুয়াজ্জিনের আজান শুনে দুখুমিয়া আছে বড় সুখে,
জাতির ভাগ্যে আঁধার নেমেছে মরিছে যাতনা-দুঃখে।
গুরু! পরকাল তোমার সুখেই কাটুক মোর পানে ফের চাও,
আঁধার নিশিতে চলিতে খুশিতে- আলো চাই আলো দাও।