আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, আরও ৯ কারখানায় ছুটি ঘোষণা

আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ১২:৫৫ অপরাহ্ণ

পোশাক কারখানা (ফাইল ছবি)

সোনার দেশ ডেস্ক :


ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা সব পোশাক কারখানা খুলে দেওয়া হয়। কিন্তু আবারও সোমবার থেকে কর্মবিরতির মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৪৬টি কারখানা। এ ছাড়াও মঙ্গলবার সকালে কারখানায় প্রবেশের পর কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় আরও নয়টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিকাল পর্যন্ত এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। তবে অন্যদিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ বা ভাঙচুর করার কোনও খবর পাওয়া যায়নি। বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও শিল্পপুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।

শ্রমিক ও শিল্পপুলিশ জানান, মঙ্গলবার সকাল থেকে শিল্পাঞ্চল আশুলিয়ার ডিইপিজেডসহ অধিকাংশ তৈরি পোশাক কারখানায় দল বেঁধে কাজে যোগ দেন শ্রমিকরা। তবে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকার বেশ কয়েকটিসহ নয়টি কারখানার ভেতরে শ্রমিকরা প্রবেশ করে বিভিন্ন দাবিতে কর্মবিরতি শুরু করেন।

একপর্যায়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে তারা বাড়ি ফিরে যান। কারখানায় হামলা, ভাঙচুর কিংবা সড়ক অবরোধের কোনও সংবাদ পাওয়া যায়নি।

শ্রমিক অসন্তোষের বিষয়ে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল আলম মিন্টু বলেন, ‘শ্রমিকদের দাবি মেনে নেওয়ার বিষয়ে স্পষ্টভাবে কোনও নোটিশ বা বক্তব্য দেয়নি মালিকপক্ষ। এ ছাড়াও শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের সমন্বয়হীনতা রয়েছে অনেক কারখানায়। সরকারের উচিত এসব বিষয় খতিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।’

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘শ্রমিকরা প্রবেশ করে কাজ না করে নয়টি কারখানায় কর্মবিরতি পালন করায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৪৬টি কারখানা। তবে এখন পর্যন্ত কোথাও কোনও সড়ক অবরোধ বা বিক্ষোব করেননি শ্রমিকরা।’

শিল্পাঞ্চল এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও শিল্পপুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে আছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ