আশুলিয়ায় ৫৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

আপডেট: ডিসেম্বর ২০, ২০১৬, ১১:৪৫ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক :


অব্যাহত শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ায় ৫৫টি পোশাক কারখানা বন্ধ করে দিয়েছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। মঙ্গলবার বিকালে বিজিএমইএ-এর সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান এই ঘোষণা দেন। এই ঘোষণার ফলে মঙ্গলবার থেকে এসব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকায় নির্ধারণসহ বেশ কয়েকটি দাবিতে প্রায় এক সপ্তাহ ধরে কাজ বন্ধ করে বিক্ষোভ করে আসছিল আশুলিয়ার কয়েকটি কারখানার শ্রমিকরা। এই অবস্থা নিরসনে মঙ্গলবার রাতে নৌমন্ত্রীর বাসায় ৪ মন্ত্রীর সঙ্গে শ্রমিক নেতাদের সমঝোতা বৈঠক হয়। এতে পুলিশ প্রধান ও র‌্যাবের মহাপরিচালকও ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল থেকে শ্রমিকদের কাজে ফেরার কথা ছিল। কিন্তু সকালে কাজে না গিয়ে শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকে। শ্রমিকদের এমন অসন্তোষের মুখে সংবাদ সম্মেলন করে বিজিএমইএ।

সিদ্দিকুর রহমান বলেন, শ্রমিক অসন্তোষের পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। যারা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত আইন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এছাড়া পোশাক শিল্পে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, বেতনভাতা বাড়ানোসহ শ্রমিকদের দাবিদাওয়া মেনে নেয়া হচ্ছে। তারপরেও তারা কেন আন্দোলন করছে আমাদের তা বোধগম্য হয়। তাদের আন্দোলনের কোনো যৌক্তিক কারণ দেখতে পাচ্ছি না। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো শ্রমিক কারখানায় কাজ না করলে আইন অনুয়ায়ী তাকে ওই সময়ের জন্য বেতন দেয়া হবে না। -প্রতিদিনের সংবাদ