আসছে বিদ্যুৎচালিত রয়্যাল এনফিল্ড, এক চার্জে চলবে ১৫০ কিলোমিটার!

আপডেট: অক্টোবর ২৭, ২০২৪, ২:২৩ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


বৈদ্যুতিক মোটরসাইকেলের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা কোম্পানি। ওলার মোটরসাইকেল বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে মোটরসাইকেল প্রেমীদের।

শুধু ইলেকট্রিক মোটরসাইকেলই নয়, বাজারে এসেছে সিএনজিচালিত মোটরসাইকেলও। বাজাজের তৈরি ফ্রিডম মডেলটি ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। জ্বালানির খরচ তুলনায় কম হলেও ইলেকট্রিক মোটরসাইকেলের মতো কম নয়।

রয়্যাল এনফিল্ড প্রি-বুকিং দিতে লাগবে ২৫ হাজার টাকারয়্যাল এনফিল্ড প্রি-বুকিং দিতে লাগবে ২৫ হাজার টাকা
এবার সেই রয়্যাল এনফিল্ডই বাজারে আনতে চলেছে ইলেকট্রিক মোটরসাইকেল। আগামী ৪ নভেম্বর লঞ্চ করতে পারে মোটরসাইকেলটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে মোটরসাইকেলটির ছবিটি, যা ইলেকট্রিক মোটরসাইকেলের ছবি বলে দাবি করা হচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

আশা করা যাচ্ছে রয়্যাল এনফিল্ডের এই মডেলটি এক চার্জে প্রায় ১৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। যদিও এ নিয়ে বিস্তারিত জানা যাবে ৪ নভেম্বর। যদিও লঞ্চ করার আগেই তার টিজার প্রকাশিত হয়েছে।
টিজার দেখে স্পষ্ট মোটরসাইকেলটি ইলেকট্রিক হলেও সকলের পছন্দের ক্লাসিক ডিজাইনের হতে চলেছে।- ঢাকা ট্রিবিউন