আসছে ‘মুন্না ভাই এমবিবিএস থ্রী’

আপডেট: অক্টোবর ১৯, ২০২৪, ১:৪৮ অপরাহ্ণ

মুন্না ভাই সিনেমার জনপ্রিয় চরিত্র মুন্না ভাই-সার্কিট

সোনার দেশ ডেস্ক :


রাজকুমার হিরানি পরিচালিত মুন্না ভাই এমবিবিএস মুক্তি পাওয়ার পর এটি ব্লকবাস্টার সিনেমায় রুপান্তরিত হয়। ২০০৩ সালে মুক্তি পাওয়ার পর থেকে দর্শকরা খুব অধীর আগ্রহে বসে আছেন কবে এর পরবর্তী সিক্যুয়াল আসবে।

মাঝে এর তৃতীয় পার্ট ঘোষণা করা হলেও নানা প্রতিবন্ধকতায় তা আটকে যায়। প্রধান অভিনেতা সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ারসি প্রায়শই প্রিয় চরিত্রগুলিকে ফের একবার পর্দায় ফুটিয়ে তুলতে নিজেদের উৎসাহ প্রকাশ করেন।

এখন চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানি সেই উত্তেজনায় ঘি ঢেলেছেন। তিনি বলেন মুন্না ভাই থ্রী তৈরি করা তার কাছে টপ প্রায়োরিটি। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, পরিচালক রাজকুমার হিরানি মুন্না ভাইয়ের পরবর্তী সিক্যুয়াল সম্পর্কে দর্শকদের সঙ্গে কথা বলেন। হিরানি বলেন, “আমি মুন্না ভাইয়ের সঙ্গে সম্পর্কিত একাধিক প্রকল্পের মধ্যে জাগলিং করছেন।

মুন্না ভাইয়ের জন্য আমার কাছে ৫টি অর্ধেক লিখিত স্ক্রিপ্ট রয়েছে। আমি একটি স্ক্রিপ্টে ৬ মাস ব্যয় করেছি, বিরতিতে পৌঁছেছি এবং এটি কেবল এর বাইরে যাবে না। মুন্না ভাই এমবিবিএস, মুন্না ভাই চল বসে, মুন্না ভাই চলে আমরিকা এবং আরও অনেক কিছু রয়েছে।”

তিনি আরও বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরের কিস্তি আগের সিনেমাগুলোর চেয়ে ভালো করতে হবে। কিন্তু এখন আমার মাথায় একটা ইউনিক আইডিয়া এসেছে। অবশ্য সিনেমার ১০০ বছরের পথচলায় সবই বলা হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি সেই আইডিয়া নিয়েই কাজ করছি।”

চলচ্চিত্র নির্মাতা আরও ভাগ করে নিয়েছেন যে তৃতীয় মুন্না ভাই সিনেমাটি তৈরি করা তার কাছে এখন প্রথম প্রায়োরিটি।
উল্লেখ্য, মুন্না ভাই সিরিজটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি এবং এতে মুন্না ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত এবং সার্কিটের চরিত্রে অভিনয় করেছেন আরেক কমেডিয়ান অভিনেতা আরশাদ ওয়ারসি।

প্রথম দুটি চলচ্চিত্র মুন্না ভাই এমবিবিএস (২০০৩) এবং লাগে রহো মুন্না ভাই (২০০৬)-এর সাফল্যের পর “মুন্না ভাই চলে আমেরিকা” নামে তৃতীয় চলচ্চিত্রের কাজ চলাকালীন সঞ্জয় দত্ত একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়া ও কারাবাসের পরে প্রকল্পটি পুরোপুরি বাতিল হয়ে যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version