আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট: আগস্ট ১১, ২০১৭, ১২:৫৭ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


রাজশাহীর বাগমারা উপজেলা সৈনিক লীগের সভাপতি এনামুল হক ও তার সহযোগিদের ওপর হামলার সুষ্ঠু বিচার ও আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আসামীদের মিথ্যা অপপ্রচার ও মানববন্ধনের প্রতিবাদ জানানো হয়। এনামুল হকের হয়ে বাগমারার গনিপুর ইউনিয়নের চক মহব্বতপুর গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, মাস্টার আমির আলী শেখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, চক মহব্বতপুর গ্রামের আয়েন উদ্দিন এবং হবিবুর রহমানের পরিবারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে গত ১০ জুন গনিপুর ইউনিয়ন পরিষদে সালিশের আবেদন করা হয়। পরিষদের পক্ষ থেকে উভয়ের জমি জরিপ করে সরকারি জমির ওপর ঘর দেয়ার বিষয়ে বিরোধ চিহ্নিত করা হয়। এতে হবিবুর রহমান পক্ষের জমির পরিমাণ সঠিক রয়েছে বলে জানানো হয়। তার জমির সীমানার একটি দিক মসজিদের মধ্যে পড়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষায় পরিষদের পক্ষ থেকে সীমানা নির্ধারণ করে দেয়া হয়।  উভয় পক্ষকে আইনের আশ্রয় নিতে বলা হয়।
এরপর ২৩ জুলাই সকালে আয়েনউদ্দিন পক্ষের মুস্তাকিন, জার্জিস, ইব্রাহিম, আয়েন উদ্দিনসহ প্রায় ২০ থেকে ২৫ জন হবিবুরের পক্ষের দখলে থাকা জমির ওপর প্রাচীর তৈরি করতে থাকে। এসময় আমির আলি এবং তার ছেলে আওয়ামী সৈনিক লীগ নেতা এনামুল হক, নাজমুল হক, সাইদুর রহমান, ইসমাইল হোসেন, আনিছুর রহমান এবং আবুল হোসেন সেখানে যায়। তারা সেখানে শান্তি শৃঙ্খলা রক্ষার আহবান জানান।
আয়েনের পক্ষের লোকজন আবেদন নিবেদনের তোয়ক্কা না করে লাঠি সোটা, হাসুয়াসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এতে আওয়ামী সৈনিক লীগ নেতা এনামুল হকসহ আটজন গুরুতরভাবে আহত হন। এনামুলের মাথায় হাসুয়ার কোপ দেয়া হয়। তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকায় চিকিৎসা দেয়া হয় বর্তমানে তিনি ঢাকাতে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
এ বিষয়ে বাগমারা থানায় ২৪ জুলাই একটি মামলা দায়ের করা হয়। এতে মুস্তাকিন, জার্জিস, ইব্রাহিম, ইউসুফসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং ১০-১৫ জন অজ্ঞাত ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, সবাইকে বিভ্রান্ত করতে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে আসামী পক্ষ। গত ৬ আগস্ট আসামী মুস্তাকিন, জার্জিস, ইব্রাহিম, ইউসুফসহ প্রায় ২৫ জন রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্ট একটি মানববন্ধন করে। মানববন্ধন থেকে তারা সৈনিক লীগ নেতা এনামুল হকের নেতৃত্বে হামলা ও তার হুমকিকে বাড়িঘর ছাড়ার মিথ্যা অভিযোগ উত্থাপন করেন। এ মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসামীদের গ্রেফতারের জোর দাবি জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, হবিবুর রহমান, আবুল হোসেন, আনিছুর রহমান, সাইদুর রহমান, মোসলেম উদ্দিন, জাহিদুর রহমান, নুরুল ইসলাম, শরিফুল ইসলাম, মাফিজুল, গোলাম হোসেন, মোস্তফা, নাজমুল, মোজাফ্ফর, মনিরুল, মাসুদ ও মজিবুর রহমানসহ এলাকাবাসী।

এ বিভাগের অন্যান্য সংবাদ