শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী জেলা জজ আদালতের হাজত থেকে মাদক মামলার এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত রোববার রাতেই তাদের বরখাস্তের আদেশ দেন জেলার পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া।
এর আগে রোববার বিকেলে মোখলেসুর রহমান (২২) নামে ওই আসামি পুলিশি হেফাজত থেকে পালিয়ে যান। গতকাল সোমবার সকালে জেলা জজ আদালতের পরিদর্শক খুরশিদা বানু কনা এসব তথ্য নিশ্চিত করেছেন। বরখাস্তকৃত চার পুলিশ হলেন, জেলা জজ আদালতের এটিএসআই মমিন আজাদ, তাজুল ইসলাম, কনস্টেবল আবদুল মমিন ও মনসুর আলী।
পরিদর্শক খুরশিদা বানু কনা জানান, পলাতক আসামির নামে রোববার রাতে নগরীর রাজপাড়া থানায় একটি মামলাও করা হয়েছে। এটিএসআই মমিন আজাদের হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ায় তিনি নিজেই বাদি হয়ে মামলাটি করেছেন।
তিনি আরও জানান, রোববার বিকেলে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়ার জন্য কয়েকজন আসামিকে আদালতের হাজত থেকে বের করা হচ্ছিল। এ সময় কিছু আসামিকে হাজতে ঢোকানোও হচ্ছিল। এ সুযোগে আসামি মোখলেসুর রহমান পালিয়ে যান।
মোখলেসুর রহমান জেলার পবা উপজেলার জাঙ্গালপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। গত শনিবার ১০০ পিস ইয়াবাসহ জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছিল। এ ঘটনায় পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে একটি মামলা হয়েছে।