আসামে মৃত্যু ১৪ জনের, আহত অন্তত ২৭

আপডেট: জানুয়ারি ৩, ২০২৪, ২:১৭ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


খুব ভোরে দুর্ঘটনার কবলে পড়লো যাত্রিবোঝাই বাস। আসামের দেরগাঁও এলাকায় ওই দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২৭ জন বাসযাত্রী। ভোর ৫ টা নাগাদ বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, ৪৫ জন যাত্রী নিয়ে পিকনিক করতে তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দিরে উদ্দেশে যাচ্ছিল বাসটি। এ জন্য রাত ৩ টায় যাত্রা শুরু করে ওই যাত্রীরা। দুর্ঘটনাস্থল দেরগাঁও থেকে খুব বেশি দূরে নয়। জানা গিয়েছে, মার্গারিটা থেকে আসা একটি কয়লাবোঝাই লরির সঙ্গে পিকনিক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ দুর্ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে জোড়হাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, দুর্ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি আরোে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

কী করে দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে স্থানীয়দের অনুমান, বাস বা ট্রাকচালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা। যদিও গাড়িতে যান্ত্রিক ত্রুটির কথাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তদন্তের পরেই দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।
তথ্যসূত্র: আনন্দবাজারি অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ