আড়ানীতে বঙ্গবন্ধুর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

আপডেট: আগস্ট ৫, ২০১৭, ১২:৪৪ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি


বঙ্গবন্ধুর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আড়ানী কেন্দ্রীয় জামে মসজিদ ও পিয়াদাপাড়া জামে সমজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
আড়ানী পৌরসভার আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়ানী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী। এসময় উপস্থিত ছিলেন আড়ানী পৌরসভার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, সৈনিকলীগের ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আড়ানী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন মেয়র মুক্তার আলী।

এ বিভাগের অন্যান্য সংবাদ