আড়ানী পৌরসভার ১ নন্বর সংরক্ষিত আসনে উপনির্বাচন ৬ মার্চ

আপডেট: ফেব্রুয়ারি ২, ২০১৭, ১২:১৪ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি


রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ১ নন্বর সংরক্ষিত আসনে ৬ মার্চ উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রাজশাহী জেলা নির্বাচন কমিশন মোহাম্মদ আমিরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তফসিল ঘোষণা করা হয়।
এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১২ ফেব্রুয়ারি, যাচাই বাছাই ১৪ ফেব্রুয়ারি ও প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি। আড়ানী পৌরসভার দ্বিতীয়বার ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ১ নন্বর সংরক্ষিত আসনে বিজয়ী হন এলোরা নাজ কেমি। তিনি ২০১৬ সালের ৩০ অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর দুই মাস পর এই সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা। আড়ানী পৌরসভার কুশবাড়িয়া, গোচর, হামিদকুড়া মহল্লা নিয়ে ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ড। এই ওয়ার্ডে  মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৩০। এর মধ্যে কুশিাবাড়িয়া মহল্লায় ভোটার সংখ্যা ১ হাজার ১৪২, গোচর মহল্লায় ১ হাজার ৪০ ও হামিদকুড়া মহল্লায় ৮৪৮ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ