আড়ানী পৌর নারী কাউন্সিলর কেমি বাঁচতে চাই

আপডেট: অক্টোবর ১৪, ২০১৬, ১১:৪৭ অপরাহ্ণ

09
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ১,২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ইলোরা নাজ কেমি (৪০) দীর্ঘদিন থেকে স্তন ক্যান্সারে আক্রান্ত। তিনি ভারতসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে তাঁর পরিবার এখন সর্বস্বান্ত। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ক্যান্সার বিশেষজ্ঞ ডা. রওশন আরা খাতুনের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
কেমিকে অতি শীর্ঘই আবার ভারতে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন ডা. রওশন আরা খাতুন। তাঁর চিকিৎসা করাতে প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। বিপুল অঙ্কের এ অর্থ বহন করা মুমূর্ষু ইলোরা নাজ কেমির অসহায় পরিবারের পক্ষে সম্ভব নয়। নিরুপায় হয়ে সবার কাছে আর্থিক সহায়তা কামনা করেছে তাঁর স্বামী শাসসুজ্জোহা। তার বাড়ি আড়ানী পৌরসভার হামিদকুড়া মহল্লায়। সাহায্য পাঠানোর ঠিকানা : ইলোরা নাজ কেমি, সঞ্চয়ী হিসাব নম্বর-০০২০৫৩৩৮৪, সোনালী ব্যাংক, আড়ানী শাখা, রাজশাহী। মোবাইল নস্বর নিজ ০১৭৩৪-৮২৮৬৩৪, স্বামী ০১৭১৯-২৪১৩৯৩, মামা ০১৭১৩-৭৯৫৩৯৬।

এ বিভাগের অন্যান্য সংবাদ