মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ।
তামিম মাহমুদ সিদ্দিক
কবিতায় একটু অন্ধকার থাকা ভালো।
অন্ধকার বলতে-
আলোর পাশে দাঁড়িয়ে থাকা আলতা রঙের ঠোঁট!
অন্ধকার বলতে-
গলির মুখে বেরিয়ে আসা ছুরির মতো চোখ!
কবিতায় টুকটাক অন্ধকার থাকা ভালো ।
অন্ধকার হলে
উদ্যানের গাছগুলো মেঘের মতো দাঁড়িয়ে থাকে।
একটু আড়াল পেলে
পেছন থেকে ডেকে ওঠে নদী; নদীতে সুখের ঢেউ!
একটু নির্জনতা পেলে
ক্লাসের কড়া মিস্টিও কেনো হয়ে ওঠে অন্য কেউ?
কবিতায় খানিকটা অন্ধকার থাকা ভালো।