শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
কথিত আছে, শিক্ষাই সাফল্যের চাবিকাঠি। কিন্তু বেঙ্গালুরুর রাস্তায় একজন সফল ইঞ্জিনিয়ারকে ভিক্ষা করতে দেখা গিয়েছে। শুনে অবাস্তব মনে হলেও এটাই ঘটেছে বাস্তবে। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
জীবন যে কখন কোন পথে বাঁক নেয় কেউ জানে না! ইনস্টাগ্রামে ভাইরাল এক ভিডিওয় দেখা যাচ্ছে, এক মুখ দাঁড়ি নিয়ে একটি লোক অনর্গল ইংরেজিতে কথা বলে যাচ্ছেন। পরনে লাল রঙের জামা এবং জিন্স। বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলে চলেছেন।
কখনও কথা বলছেন ধ্যান নিয়ে, কখনও বা ডেভিড হিউমের বই, আবার কখনও নিউটন-আইনস্টাইনের কাজ নিয়ে। জানা গিয়েছে, একটা সময় বড় তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন। তাও আবার ভারতে নয়, জার্মানিতে। ঘর ছেড়ে তিনি বেঙ্গালুরুর রাস্তায় রাস্তায় এখন ভিক্ষা করছেন।
যিনি এই ভিডিওটি করেন, তিনি জানিয়েছেন, ওই ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হয় বেঙ্গালুরুর জয়নগরের জেএসএস কলেজ রোডে। তাঁকে ভিক্ষা করতে দেখে তিনি এগিয়ে যান। গিয়ে যা দেখলেন তাতে তাজ্জব বনে গিয়েছিলেন। চোস্ত ইংরেজিতে কথা বলছেন ওই ভিক্ষুক।
অবাক হয়ে যান তিনি। তিনি জানতে পারেন, জার্মানির ফ্র্যাঙ্কফুটে কাজ করতেন ওই যুবক। ২০১৩ সালে চাকরি করতে সে দেশে পাড়ি দেন। কিন্তু সুখের জীবন ছেড়ে এইভাবে পথে ভিক্ষা করছেন কেন?
এর পিছনে রয়েছে এক করুণ ইতিহাস। মা-বাবার অকাল মৃত্যুতে দেশে ফিরে আসেন তিনি। সেই সময়ে মানসিক দিক থেকে ভেঙে পড়েন তিনি। সারাদিন ডুবে থাকতেন নেশায়। আর ফিরে যাননি জার্মানিতে। তাঁকে চাকরিও ছাড়তে হয়। পিতৃ-মাতৃশোকে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন।
শেষপর্যন্ত ভিক্ষার পথ বেছে নেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করা হয় ভিডিওটি। মুহূর্তে ভাইরাল হয়ে যায় তা। নেটাগরিকদের অনেকেই তাঁকে দেখে সহানুভূতি প্রকাশ করেছেন। অনেকে আবার বলছেন, একজন সফল ব্যক্তির এই পরিণতি চোখে জল আনছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন