মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি :
শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধিতে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক ওয়ার্কশপ শুরু হয়েছে। দুইদিনব্যাপী এই ওয়ার্কশপে শিক্ষার্থীদের ইংরেজি লেখা, পড়া, বলা এবং শ্রবণ দক্ষতার উপর রির্সোস পারর্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন যুক্তরাষ্ট্রের ইংলিস ল্যাঙ্গুয়েজ ফেলো মার্থা জে. লেডি।
সোমবার (২০ মে) সকাল ১০ টায় রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এই ওয়ার্কশপের উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, কলা ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর আব্দুর রউফ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রুবাইদা আখতার।
ইংরেজি বিভাগের শিক্ষক কাশফিয়া জাফরিন হকের সঞ্চালনায় ওয়ার্কশপে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।#