বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের অন্যতম মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। চলতি বছরের ১ ডিসেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটেও ফ্লাইট শুরু করতে যাচ্ছে বেসরকারি এই এয়ারলাইনসটি।
গত শনিবার স্থানীয় সময় রাত ২টায় মাস্কাট বিমানবন্দরে ১৫৮ যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট অবতরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, এখন থেকে সপ্তাহে চার দিন ঢাকা থেকে এবং দু’দিন চট্টগ্রাম থেকে মাস্কাট রুটে ফ্লাইট পরিচালিত হবে। বহরে যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা-মাস্কাট ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা-মাস্কাট রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ২০ হাজার ৫৬৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৩৮ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম-মাস্কাট রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ২৩ হাজার ৬৮৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৪০ হাজার ৫৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত।
এছাড়া ওমানে বাণিজ্যিকভাবে এভিয়েশন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ‘ট্রাভেল পয়েন্ট’কে ইউএস-বাংলা এয়ারলাইনস মাস্কাট ফ্লাইট পরিচালনার জন্য জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) হিসেবে নিয়োগ দিয়েছে।
প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট ঢাকা থেকে যথাক্রমে রোব ও শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটে এবং দুটি ফ্লাইট মঙ্গল ও বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যাবে এবং মাস্কাটে স্থানীয় সময় রাত ২টায় পৌঁছাবে।
এছাড়া সপ্তাহে দুটি ফ্লাইট চট্টগ্রাম থেকে যথাক্রমে মঙ্গল ও বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিটে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যাবে এবং মাস্কাটে স্থানীয় সময় রাত ২টায় পৌঁছাবে।
নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে আটটি বিজনেস ক্লাস, ১৫০টি প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি ক্লাসের আসন রয়েছে।
উল্লেখ্য, স্বল্প সময়ের মধ্যে সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু ও দোহা রুটে ফ্লাইট পরিচালনাও শুরু করবে প্রতিষ্ঠানটি। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরো একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ইউএস-বাংলার বহরে যুক্ত হতে যাচ্ছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে মোট পাঁচটি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে দুটি বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট।