শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
মোহনপুরের মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন বিশ্বাসের বাড়ির সামনে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। বিষ্ফোরিত ককটেল স্বাদৃশ্য বস্তুর নমুনা সংগ্রহ করেছে পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে এঘটনা ঘটে।
চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস বলেন, তিনি বাড়িতে ছিলেন না। ঘটনার খবর তাকে পরিবারের সদস্যরা ফোনে জানান। তবে কাউকে চেনা যায়নি। এই ঘটনায় তার বাবা শমসের আলী বাদি হয়ে থানায় অভিযোগ করেছেন।
মোহনপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মণ্ডল বলেন, এই ঘটনায় চেয়ারম্যানের বাবা বাদি হয়ে মামলা করেছেন। আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।