বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
বাংলাদেশি গলফার হিসেবে ইউরোপিয়ান ট্যুরে কোয়ালিফাইং স্কুলে যোগ দিচ্ছেন উদীয়মান গলফার আরাফ শার্ড। আগামী ৩ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ইংল্যান্ড ও স্পেনে অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান ট্যুর কোয়ালিফাইং স্কুল টুর্নামেন্টটি।
২০১১ সালে লুটারওরথ অ্যামেচার চ্যাম্পিয়নশিপসহ ইংলিশ গলফে ছয়বার বিজয়ী হয়েছেন আরাফ। এছাড়া পেশাদার গলফার হিসেবে তিনি দু’বার জয়লাভ এবং পাঁচবার সেরা দশে স্থান লাভ করেন। ইউরোপীয়ান ট্যুর কোয়ালিফাইং স্কুল টুর্নামেন্টে অংশগ্রহণের আগে অগাস্ট ও সেপ্টেম্বরে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য জামেগা প্রো ট্যুর ইভেন্টে অংশ নেবেন তিনি।
ইউরোপিয়ান ট্যুর কোয়ালিফাইং স্কুলে যোগ দেওয়া নিয়ে আরাফ বলেন, ‘কোয়ালিফাইং স্কুলে অংশ নেয়ার আগে এ ইভেন্টে খেলে নিজেকে ঝালাই করে নিতে চাই আমি এবং সেখানে ভাল করব বলে প্রত্যাশা করছি।’ ৭ আগস্ট থেকে ইংল্যান্ডের মিল্টন কেনিসে অনুষ্ঠিতব্য জামেগা প্রো ট্যুরে উইন্ডমিল হিল ওপেন খেলবেন আরাফ। সম্ভাবনাময় এই গলফারের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে রিয়েল এস্টেট কোম্পানি রূপায়ন গ্রুপ। খেলার সঙ্গে সঙ্গে আরাফ রূপায়নের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও ভূমিকা পালন করবেন।