ইচ্ছে

আপডেট: জুলাই ৫, ২০২৪, ১:১০ পূর্বাহ্ণ

গোলাম কিবরিয়া পিনু


ভয়াবহ অগ্ন্যুৎপাতেও –
বেঁচে থাকবার ইচ্ছে! গলিত লাভায় –
এক এক করে কতকিছু ঢেকে যাচ্ছে!
আমি ভস্মস্তুপে -কূপে একা পড়ে আছি
এমন সময়ে মুখ ভেংচায় এক মাছি!

পর্বতমালাও ধ্বসে যাচ্ছে! যেন জীবাশ্ম হবার আগে –
আবারও আমি – বহ্মপুত্রের পলিবিধৌত অববাহিকায়
পায়ে কাদা মেখে – ফসল ফলাতে পারি,
সেই ইচ্ছে জাগে!

Exit mobile version