মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
গোলাম কিবরিয়া পিনু
ভয়াবহ অগ্ন্যুৎপাতেও –
বেঁচে থাকবার ইচ্ছে! গলিত লাভায় –
এক এক করে কতকিছু ঢেকে যাচ্ছে!
আমি ভস্মস্তুপে -কূপে একা পড়ে আছি
এমন সময়ে মুখ ভেংচায় এক মাছি!
পর্বতমালাও ধ্বসে যাচ্ছে! যেন জীবাশ্ম হবার আগে –
আবারও আমি – বহ্মপুত্রের পলিবিধৌত অববাহিকায়
পায়ে কাদা মেখে – ফসল ফলাতে পারি,
সেই ইচ্ছে জাগে!