ইডেনে শুরুতেই শাহরুখ শো, অন্য ভূমিকায় বাদশা

আপডেট: মার্চ ২১, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


শনিবার ইডেনে অপেক্ষা করছে একাধিক চমক। তারমধ্যে সবচেয়ে বড় সারপ্রাইজ ‘শাহরুখ শো।’ মনে হতেই পারে, ইডেনে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ। তারওপর উদ্বোধনী অনুষ্ঠান। শাহরুখ খানের উপস্থিতি আবার এমন বড় কী ব্যাপার! সাধারণত নাইটদের প্রত্যেক ম্যাচেই হাজির থাকেন। খেলা শেষে মাঠে নেমে সেলিব্রেশনের অঙ্গ হন। গ্যালারি লক্ষ্য করে বিভিন্ন পোজও দেন।

এই ছবি দেখতে অভ্যস্ত শহরবাসী। এখানেই লুকিয়ে চমক। কেকেআরের মালিক নয়, শনিবাসরীয় ইডেনে অন্য ভূমিকায় দেখা যেতে পারে বাদশাকে। বিশ্বস্ত সূত্রের খবর, উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে কিং খানকে।

শনিবার পারফর্ম করবেন শ্রেয়া ঘোষাল এবং দিশা পাটানি। সুরের জালে বাঁধবেন ইডেনকে। একের পর এক বলিউড গানের সঙ্গে কোমর দোলাবেন দিশা। তাঁর সঙ্গে ক্রিকেট যোগও রয়েছে। এমএস ধোনির বায়োপিকে তাঁর প্রথম বান্ধবীর ভূমিকায় দেখা গিয়েছিল দিশাকে। শোনা যাচ্ছে, অনুষ্ঠানের সেই অংশের সঞ্চালনা করতে পারেন শাহরুখ। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কারণ এটাকে চমক হিসেবে রাখা হচ্ছে।

শনিবার যে শাহরুখ উপস্থিত থাকবেন সেটা সকলেই জানা। তবে ভূমিকা বদলের খবর কারোর কাছেই নেই। বড় সারপ্রাইজের জন্য তৈরি থাকতে হবে কলকাতার ক্রিকেটপ্রেমীদের। মাঝে আর মাত্র একটি দিন। তারপরই গ্র্যান্ড উদ্বোধন। বলিউডের তারকারা ইডেন মাতাবেন।

শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি এবং করণ আউজলার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও একাধিক নাম শোনা যাচ্ছে। এই তালিকার রয়েছেন অরিজিৎ সিং, বরুণ ধাওয়ান এবং শ্রদ্ধা কাপুর। এছাড়াও বিশেষ ড্রোন শো এবং আতশবাজির প্রদর্শনী হবে। শনিবার সন্ধে ছটা থেকে শুরু হবে অনুষ্ঠান।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ