রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
কী বাজে সময়ই না পার করছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ভারতের কাছে ০-৪ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল ইংলিশরা। কিন্তু প্রথম দুই ম্যাচে টানা হেরে এখন দলটি হোয়াইটওয়াশের চোখ রাঙানির মুখে। আজ রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে লজ্জা এড়ানোর মিশন নিয়ে মাঠে নামবে ইয়ন মরগ্যানের দল। অন্যদিকে টিম ইন্ডিয়ার লক্ষ্য জয়ের ধারাবাহিকতা ধরে রাখা।
প্রথম ম্যাচে ৩৫০ রানের বিশাল সংগ্রহ গড়েও জিততে জিততে হেরে যায় ইংল্যান্ড। এরপর দ্বিতীয় ম্যাচে ভারতের ৩৮১ রান তাড়া করতে নেমে জয়ের সম্ভাবনা জাগিয়েও ৩৬৬ রানে আটকে যায় সফরকারীদের ইনিংস। টানা দুই হারের ক্ষতে প্রলেপ দিয়ে চলতি ভারত সফরের প্রথম জয়ের জন্য মরিয়া ইংলিশ শিবির।
অধিনায়ক বিরাট কোহলি বরাবরই প্রতিপক্ষের জন্য হুমকি। কটকে আগের ম্যাচে জোড়া সেঞ্চুরি করা যুবরাজ সিং ও মহেন্দ্র সিং ধোনি যেকোনো সময় প্রতিপক্ষ থেকে ম্যাচ বের করে আনতে সক্ষম। সেইসঙ্গে কেদার যাদব ও হার্দিক পান্ডিয়ার মতো পরীক্ষিত তরুণরা তো রয়েছেনই। ফলে বড় পরীক্ষাই দিতে হবে ইংলিশদের।
বোলিংটা ঠিকমতো হচ্ছে না ইংল্যান্ডের। তবে টপ ও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের রানের মধ্যে থাকা দলটিকে ভরসা জোগাচ্ছে। ৩০০ প্লাস রান তাড়া করেও যে ইংল্যান্ড জেতার মতো সামর্থ্য রাখে কটকে সেটির প্রমাণও দিয়েছে সফরকারীরা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিনটিই ঠিকমতো ‘ক্লিক’ করলে বিপদেই পড়বে ভারত।
ভারতীয় একাদশে পরিবর্তন আসার তেমন কোনো সুযোগ নেই। তবে শিখর ধাওয়ানকে বসিয়ে আজিঙ্কা রাহানেকে সুযোগ দিতে পারে স্বাগতিকরা। ওপেনিংয়ে তাই লোকেশ রাহুলের সঙ্গী হিসেবে রাহানেকে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। দুই ইনফর্ম পেসার ভুবনেশ্বর কুমার ও জসপ্রিত বুমরার পাশাপাশি কেদার যাদব ও পান্ডিয়া পার্টটাইম বোলার হিসেবে ইংলিশ ব্যাটসম্যানদের পরীক্ষা নেবেন। দুই স্পেশালিস্ট স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা তো রয়েছেনই।
অ্যালেক্স হেলস হঠাৎ করেই ইনজুরিতে পড়ায় কপাল খুলেছে স্যাম বিলিংসের। জেসন রয়ের সঙ্গে ইনিংস ওপেন করবেন তিনি। এছাড়া দলে আর পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। ফলে আদিল রশিদকে যথারীতি একাদশের বাইরেই থাকতে হবে।
ইডেনের ইতিহাস চোখ রাঙানি দিচ্ছে ইংল্যান্ডকে। এর আগে কলকাতায় তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে ইংলিশরা। অতীত ইতিহাসের পাশাপাশি যোগ হয়েছে ভারত সফরের বাজে ফর্মও। রোববার কি ইতিহাস ধারায় পরিবর্তন আসবে? নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে হোয়াইটওয়াশের লজ্জায় পুড়বে ইংলিশরা? ভারতের সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে/লোকেশ রাহুল, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, কেদার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জেসন রয়, স্যাম বিলিংস, জো রুট, জস বাটলার, ইয়ন মরগ্যান, বেন স্টোকস, মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, জ্যাক বল ও লিয়াম প্লাঙ্কেট।