শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:আসন্ন ইদকে সামনে রেখে মজুদ করা ১ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার নিষিদ্ধ আতশবাঁজি ও পটকাসহ দুই যুবককে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ইদকে সামনে রেখে সোমবার দিবগত রাত পোনে ১১ টায় নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে ডিবি।
আসামিরা হলো, মারুফ হোসেন (২৪) ও নিয়ামত আলী (২১)। তারা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনির মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে আরএমপি মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, তারা বাড়িতে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ধরনের আতশবাঁজি ও পটকা মজুত করে বিক্রি করছিলো। অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা সাহেব বাজার আরডিএ মার্কেটের আরিফ নামক এক ব্যক্তির কাছ থেকে আতশবাঁজি ও পটকাগুলো ক্রয় করেছে। তারা দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর বিভিন্ন মার্কেটে আতশবাঁজি ও পটকা সরবরাহ ও বিক্রি করে থাকে বলেও জানায়। আরিফ নামের ওই ব্যক্তিকেও গ্রেফতারের চেষ্টা চলছে। আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।