সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:ইদের ছুটিতে স্বাস্থ্য সেবা স্বাভাবিক রাখতে সরকারি হাসপাতালে জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি বিভাগের পাশাপাশি লেবার রুম, ইমার্জেন্সি ওটি সার্বক্ষণিক চালু রাখতে বলা হয়েছে। এ নির্দেশনার আলোকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্টদের নিয়ে মিটিং করেছেন। যেখানে স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ করা হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় ছুটি শুরু আগেই পর্যাপ্ত ওষুধ, আইভি ফ্লুইড, কেমিক্যাল রি-এজেন্ট, সার্জিক্যাল সামগ্রী মজুত ও সরবরাহের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। হাসপাতালে জরুরি ল্যাব, এক্স রে সেবা সার্বক্ষণিক চালু রাখাসহ হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবাও চালু রাখতে বলা হয়েছে। নির্দেশনা অনুযায়ী সবার সঙ্গে বসে করণীয় ঠিক করা হচ্ছে। জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসক থাকবে।
তিনি আরও জানান, প্রতিবছরের ন্যায় এবারও ইদের দিন রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এছাড়া উদ্ভুত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি থাকবে।