ইদে মিলাদুন্নবী উপলক্ষে প্রচার র‌্যালি

আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ৯:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


পবিত্র ইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলায়হে ওয়াসাল্লাম ১২ রাবিউল আওয়াল নূরনবীর আগমন উপলক্ষে বখতিয়ার বাদ হালকায়ে জিকির ঘর এর আয়োজনে প্রচার র‌্যালি বের করা হয়েছে।



শুক্রবার (১৩ সেপ্টেম্বর) র‌্যালিটি নগরীর বখতিয়ারা বাদ ইদগাহ ময়দান থেকে শুরু করে সুজানগর, জিন্নাহনগর, মথুরডাঙ্গা দিয়ে বখতিয়ারবাদ হালকায়ে জিকির ঘরের সামনে গিয়ে দোয়ার ও মোনাজাত মাধ্যমে শেষ হয়। এরপরে তবারক বিতারণ করা হয়।

উল্লেখ্য, পবিত্র ইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম ১২ রবিউল আউয়াল শুভ আগমন উপলক্ষে ১৬ সেপ্টেম্বর বখশিয়া খানকা শরীফের উদ্যোগে রাজশাহী শহরব্যাপী মোটরসাইকেল ট্রাক যোগে বিশাল র‌্যালি অনুষ্ঠিত হবে।