ইদ উপলক্ষে বেড়েছে ফ্রিজ বিক্রি

আপডেট: জুন ১৪, ২০২৪, ১০:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


একদিন পরেই কোরবানির ইদ। সাধারণ প্রয়োজনের পাশাপাশি কোরবানির মাংস সংরক্ষণের জন্য এই সময়ে ফ্রিজ কেনেন ক্রেতারা। রাজশাহীতে বিভিন্ন ব্রান্ডের শোরুমে জমে উঠেছে ফ্রিজ বিক্রি। স্বাদ আর সাধ্যের মধ্যে মিল রেখে ক্রেতা কিনছেন পছন্দের ফ্রিজ।

শনিবার (১৪ জুন) নগরীর বিভিন্ন ব্র্যান্ডের শোরুম গিয়ে দেখা গেছে, বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ দেখছেন ক্রেতারা। কোন কোম্পানীর ফ্রিজে কী অফার চলছে, ফ্রিজে কোন ধরনের প্রযুক্তি আছে. দামের তুলনাসহ নানা বিষয় বিবেচনায় এনে ফ্রিজ কিনছেন ক্রেতারা। ক্রেতা বিক্রেতারা জানান, ইদ উপলক্ষে ফ্রিজে বিশেষ ছাড় থাকায় এবং কোরবানির পশুর মাংস সংরক্ষণের জন্য অনেকেই ফ্রিজার ও ডিপ ফ্রিজার কেনায় আগ্রহী।

ফ্রিজ কিনতে আসা সাইফুল্লাহ খান বলেন, ইদে কোরবানির পশুর মাংস রাখার জন্য ফ্রিজ দরকার। তাই বিভিন্ন শোরুম ঘুরে কিনলাম ফ্রিজ। তবে তার দুটি ফ্রিজ পছন্দ হয়েছিল। একটাতে ডিফ্রোস্ট টেকনোলজি ও অন্যটায় নো-ফ্রস্ট টেকনোলজি। নো-ফ্রস্টের দাম একটু বেশি দেখেছি।

ফ্রিজ কিনতে আসা সেলিম হোসেন বলেন, ছোট পরিসরে হলেও কোরবানি হচ্ছে। ফ্রিজ একটা আছে, পরিবারের সবাই ব্যবহার করে। একটা ফ্রিজে হচ্ছে না। তাই একটা ফ্রিজ কেনা হলো। কোরবানির এই সময়ে মানুষের ফ্রিজের প্রতি বাড়তি চাহিদা থাকে। সাধারণ প্রয়োজনের পাশাপাশি কোরবানির মাংস সংরক্ষণের জন্য এই সময়ে ফ্রিজ কেনেন অনেকেই।

জানা গেছে, ওয়ালটনে WFC-3F5-GDEL-XX (INVERTER) মডেলের ফ্রিজ বিক্রি হচ্ছে ৫২ হাজার ৪৯০ টাকায়, WFC-3F5-GDEL-XX মডেলের ফ্রিজ বিক্রি হচ্ছে ৫১ হাজার ৯০ টাকা, WFC-3F5-GDNE-XX (INVERTER) মডেলের ফ্রিজ বিক্রি হচ্ছে ৫২ হাজার ৪৯০ টাকা, WFC-3F5-GDNE-XX মডেলের ফ্রিজ বিক্রি হচ্ছে ৫১ হাজার ৭৯০ টাকায়।

অপরদিকে, ইদ উপলক্ষে ক্রেতাদের ফ্রিজের প্রতি বেশ আগ্রহ রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ক্রেতাদের বাড়তি চাপ না থাকলেও, বিকেলে শোরুমগুলো ক্রেতাদের চাপ বাড়ছে। শোরুমে ট্রান্সটেক, ওয়ার্লপুল, হিতাচি, স্যামসাং ছাড়াও হিতাচি ব্র্যান্ডের ফ্রিজ কিনছেন ক্রেতারা।
তবে গত বছরের তুলনায় ক্রেতাদের চাপ কম বলেও মন্তব্য করেছেন কয়েকজন শোরুম কর্মকর্তা। নগরীর আলুপট্টির মোড়ের ওয়ালটন শোরুমের ম্যানেজার জানায়, ক্রেতাদের চাপ আছে। ভালো বিক্রি হচ্ছে ওয়ালটনের ফ্রিজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ