ইন্টারনেট ব্রাউজার ব্যবহারের কিছু টিপস

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ণ

এ.এস.এম. শাহরিয়ার জাহান, তথ্য-প্রযুক্তিবিদ:


কম্পিউটারে কাজের অনেকটা অংশ জুড়েই থাকে এখন ইন্টারনেটে ব্রাউজিং করা। এজন্য ইন্টারনেট ব্রাউজারগুলি আমাদের প্রয়োজনীয় সফটঅয়্যারগুলির মধ্যে অন্যতম। সঠিকভাবে ব্রাউজারগুলি ব্যবহার করতে পারলে তা আমাদের ইন্টারনেট ব্রাউজিংয়ের ভালো অভিজ্ঞতা দিতে পারে। ব্রাউজারের ট্যাবগুলি সুসংগঠিত রাখলে তা আপনার কাজের গতি বেশ বাড়িয়ে তুলতে পারে। নিচে আমরা জেনে নিব সুন্দর ব্রাউজিং অভিজ্ঞতা অর্জন করার কিছু কার্যকরী উপায় –
১. একটি ট্যাব ম্যানেজার এক্সটেনশন ব্যবহার করুন;
২. প্রায়শই ব্যবহৃত ওয়েবসাইটগুলি বুকমার্ক করে রাখুন;
৩. অবসরে পড়ার মতো আর্টিকেলগুলি সেভ করে রাখার জন্য রিড-ইট-লেটার অ্যাপস ব্যবহার করুন;
৪. নোট নেয়ার জন্য নোট-টেকিং অ্যাপস ব্যবহার করুন;
৫. ট্যাব গ্রুপিং এবং রিডিং লিস্টস অপশনগুলির সুবিধা নিন;
৬. সাধারণভাবে ব্যবহৃত ট্যাবগুলি স্টার্টআপের সময় ওপেন করে নিন;
৭. অব্যবহৃত ট্যাবগুলি ম্যানুয়ালি বন্ধ করে দিন।
উৎপাদনশীল এবং সংগঠিত থাকার জন্য আপনার ব্রাউজার ট্যাবগুলি ম্যানেজ করা অপরিহার্য। এর মাধ্যমে আপনি অবাঞ্ছিত বিভ্রান্তি এড়াতে পারেন, আপনার ফোকাস পুনরুদ্ধার করতে পারেন এবং সঠিক কৌশল এবং টুলসগুলি ব্যবহার করে আপনার কর্মপ্রবাহকে অপ্টিমাইজ করতে পারেন। ওয়েব ব্রাউজ করার সময় আপনাকে সময় বাঁচাতে এবং উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করতে উপরের টিপসগুলি ব্যবহার করে দেখুন।