শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
সাত রাজ্যের ১৩ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা হবে আজ, শনিবার। তার মধ্যে রয়েছে বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব ও হিমাচল। ১০ জুলাই হয়েছিল ভোট।
১৩ আসনের মধ্যে বাংলার চার আসন রয়েছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ ও কলকাতার মানিকতলা। হিমাচলপ্রদেশের তিন কেন্দ্রের মধ্যে রয়েছে দেহরা, হামিরপুর ও নালাগড়।
উত্তরাখণ্ডের বদ্রিনাথ ও মাঙ্গলুর। পাঞ্জাবের পশ্চিম জলন্ধর, বিহারের রুপাউলি, তামিলনাড়ুর বিক্রাবন্দি ও মধ্যপ্রদেশের অমরওয়াড়া কেন্দ্রে হয়েছিল ভোট। প্রসঙ্গত এই সাত রাজ্যের মধ্যে চারটি রাজ্যে ক্ষমতায় রয়েছে ইন্ডিয়া জোট। আর তিনটি রাজ্যে ক্ষমতায় বিজেপি বা এনডিএ।
এখনও অবধি গণনার যা গতি, তাতে বাংলায় চার কেন্দ্রেই এগিয়ে রয়েছে শাসকদল তৃণমূল। হিমাচলপ্রদেশে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংয়ের স্ত্রী কমলেশ ঠাকুর লড়ছেন দেহরা কেন্দ্রে। পাঞ্জাবে আবার আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের অগ্নিপরীক্ষা।
তথ্যসূত্র: আজকাল অনলাইন