ইন্দোনেশিয়ায় হড়পা বানে অন্তত ৪১ জন নিহত

আপডেট: মে ১৪, ২০২৪, ১২:৩৪ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে হড়পা বানের প্রচণ্ডতায় ৪১ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে যোগ হয়েছে আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা শীতল লাভা। এ ফলেই এতোজনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, শনিবারের প্রবল বৃষ্টিতে সুমাত্রার সবথেকে বেশি সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মারাপি থেকে ছাই ও পাথর মিশ্রিত লাভা বেরিয়ে আসতে শুরু করে। দুই জেলার শতাধিক বাড়ি, অফিস এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান কাদার স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরো ১৭ জন এখনও নিখোঁজ। রোববার বিকেল নাগাদ উদ্ধারকারী দল সবচেয়ে বিপর্যস্ত কান্দুয়াং গ্রাম থেকে ১৯টি দেহ উদ্ধার করে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ