ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাথে চেম্বার নেতৃবৃন্দের স্বাক্ষাত

আপডেট: জুন ৬, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলোর সাথে স্বাক্ষাত করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে চেম্বারের বোর্ড রুমে পরিচালনা পর্ষদের সাথে তিনি সৌজন্য স্বাক্ষাত করেন।

সভার শুরুতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে চেম্বারের পরিচালনা পর্ষদের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ঘন্টাব্যাপী এ আলোচনা সভায় দুই দেশের মধ্যে রাজশাহী অঞ্চলের সাথে কিভাবে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। এ অঞ্চলের মিঠা পানির মাছ, আম, লিচু ও টাটকা শাকসবজি রফতানিসহ রাজশাহীকে পর্যটন নগরী হিসেবে করার জন্য তার মাধ্যমে ইন্দোনেশিয়ার ভ্রমন পিপাসুদের আমন্ত্রণ জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, পরিচালক রিয়াজ আহমেদ খান, আবদুল গাফফার, কবির হোসেন, কামরুজ্জামান, নাজমুল হোসেন, তৌহিদ হাসান, আশিকুর রহমান তুহিন, মামুনার রশীদ ও এসএম আইয়ুব।

এ বিভাগের অন্যান্য সংবাদ