বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ইপফাৎ আরা কামাল সংরক্ষিত সদস্য পদে ও যুগ্মসম্পাদক নাইমুল হুদা রানা সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে এ মনোনয়নপত্র জমা দেন। এরপর সন্ধ্যায় মহানগর আ’লীগ কার্যালয়ে জেলা পরিষদে সদস্য মনোনয়ন পত্র জমা দেয়ায় তাদেরকে মিষ্টি মুখ করান নগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহসভাপতি নওশের আলী, যুগ্মসম্পাদক মোস্তাক হোসেন, রেজাউল ইসলাম বাবুল, প্রচার সম্পাদক কামারুজ্জামান, আইন সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, সাংস্কৃতিক সম্পাদক কামারুল্লাহ সরকার কামা, উপ-দফতর সম্পাদক শফিকুল ইসলাম দোলন, উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন।
এছাড়াও অন্যদের মধ্যে ছিলেন, মহানগর আওয়ামী লীগের সদস্য মুকিদুজ্জামান জুরাত, এনামুল হক কলিন্স, মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সভাপতি আব্দসু সালাম, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সভাপতি বদরুজ্জামান খায়ের, সাধারণ সম্পাদক আব্দুস সোহেল, যুগ্মসম্পাদক শরীফ আলী মুনমুন, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিবসহ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।