রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :বিশ্বের চোখ এখন পাকিস্তানের দিকে। দেশটিতে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
তবে ভোটের ফল প্রকাশে নজিরবিহীন বিলম্ব হচ্ছে। ইতোমধ্যেই এ ভোট নিয়ে কারচুপির অভিযোগ উঠেছে।
জিও টিভির খবর দিয়েছে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত ঘোষিত ফলে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৫০টি আসনে জয় পেয়েছে।
৩১ আসন নিয়ে দ্বিতীয় স্থানে আছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ। আর পাকিস্তান পিপিপি প্রার্থীরা ২৮টি আসনে জয় পেয়েছেন।
পাকিস্তানে ভোটার সংখ্যা ১২৮ মিলিয়ন। বৃহস্পতিবার ভোটের দিন সারা দেশে মোবাইল ও ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ ছিল। বিক্ষিপ্তভাবে রাজনৈতিক সহিংসতার ঘটনাও ঘটেছে। এদিন খাইবার পাখতুনখোয়াতে ভয়াবহ হামলার ঘটনা ঘটে।
দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় নির্বাচন। অনিশ্চিত আর্থসামাজিক পরিস্থিতি, রাজনৈতিক ভবিষ্যৎ দেশটিকে আর্থিক সংকট ও নিরাপত্তাহীন পরিস্থিতিতে ঠেলে দিয়েছে।
তথ্যসূত্র: বাংলানিউজ