শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
লালপুর(নাটোর)প্রতিনিধি:ইমু হ্যাকারদের চাকরি দেয়ার ঘোষণা দিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজ কর্তৃপক্ষ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, যারা ইমু হ্যাকারদের চাকরি করে প্রতারণা করে তারা অনেক মেধাবী। কিন্তু তারা তাদের মেধাকে খারাপ কাজে লাগিয়ে আমার লালপুরের সম্মানহানী করছে। যে কারণেই তারা এটি করুক, তারা এই কাজ বন্ধ করে তওবা করলে আমি তাদের চাকরি দিবো। তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না, তাদেরকে গ্রেফতার করা হবে না। সকল মামলা তুলে নেয়া হবে।
আমার এই বিলমাড়িয়ার যে সকল তরুণ ইমু হ্যাকারদের চাকরির ব্যবস্থা করবো। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজর অধ্যক্ষ ড. ইসমত আলী, বিলমাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু,আ’লীগ নেতা অধ্যাপক আমজাদ হোসেন প্রমুখ।