শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
যুদ্ধ বিধ্বস্ত ইরাকে নিখোঁজ ৩৯ জন ভারতীয়কে দেশের ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। কিন্তু, তাঁরা কী আদৌও বেঁচে আছেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। সম্প্রতি ইরাকের মসুল শহরের বাদুষ এলাকায় গিয়েছিলেন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। কিন্তু, সেখানে ভারতীয়দের সন্ধান মেলেনি।
ইরাকের মসুল শহর থেকে নিখোঁজ হয়েছেন ওই ৩৯ জন ভারতীয়। ২০১৪ সাল থেকে তাঁদের সঙ্গে আর কোনওভাবে যোগাযোগ করা যাচ্ছে না। দেশে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের লোকেরা। মসুল শহরটি দীর্ঘদিন ধরেই আইএসের দখলে ছিল। সম্প্রতি আইএস জঙ্গিদের হটিয়ে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলকে নিজেদের কবজায় আনতে পেরেছে সেদেশের সেনাবাহিনী। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানান, মসুল আইএস দখলমুক্ত হওয়ার পর, ভারতীয়দের খোঁজে সেখানে গিয়েছিলেন প্রাক্তন সেনাপ্রধান ভিকে সিং। সূত্র মারফত তিনি জানতে পারেন, ভারতীয়রা বাদুষ নামে একটি এলাকার জেলে রয়েছেন। কিন্তু সেখানে এখনও যুদ্ধ চলছে। যুদ্ধ থামলেই ওই ভারতীয় নাগরিকদের সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে এবং ভারতীয়দের উদ্ধার করা আনা হবে। আর বিদেশমন্ত্রীর এই ঘোষণার পরই মসুলের বাদুষ এলাকায় পৌঁছে যায় একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রতিনিধিরা। কিন্তু, সেখানে ভারতীয়দের সন্ধান পাওয়া যায়নি। বস্তুত, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেখানকার যা পরিস্থিতি, তাতে ভারতীয়দের বেঁচে থাকার সম্ভাবনা নেই।
এদিকে এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়িয়েছে কংগ্রেস, অকালি দল-সহ বিরোধীরা। মসুলে প্রাক্তন সেনাপ্রধান ভিকে সিংয়ের নেতৃত্বে একটি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর দাবি করেছেন কংগ্রেস নেতা প্রতাপ সিং বাজওয়া। তাঁর অভিযোগ, ইরাকে নিখোঁজ ৩৯ জন ভারতীয়র সম্পর্কে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছে অকালি দলও। এমনকী, কেন্দ্রের ভরসায় না থেকে নিজেরাই মসুল যেতে চাইছেন নিখোঁজ ভারতীয়দের পরিবারের লোকেরাও।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন