সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
ইরানের চাবাহার বন্দর নিয়ে চুক্তি করেছে ভারত। তার পরেই নামোল্লেখ না করে ভারতের উপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। সোমবার (১৩ মে) ওয়াশিংটনের পক্ষে স্পষ্ট জানিয়ে দেয়া হয়, কোনো দেশ যদি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখে তাহলে তাদের ওপর নিষেধাজ্ঞা চাপানো হতে পারে। চাবাহার বন্দর নিয়ে ভারতের সঙ্গে ইরানের চুক্তি হয়েছে, সেই বিষয়টিও খেয়াল করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে ভারত ১০ বছরের চুক্তি করেছে। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল। সেখানে ভারত-ইরান চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে বেদান্ত স্পষ্ট জানিয়ে দেন, ‘চাবাহার বন্দর নিয়ে ইরানের সঙ্গে ভারতের চুক্তি হয়েছে, সেটা আমরা জানি। আমি চাই ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের পররাষ্ট্রনীতি নিয়ে বিস্তারিত জানাক। ইরানের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক, চাবাহার বন্দর-সমস্ত কিছু নিয়েই ভারতের কথা বলা উচিত।’
বেদান্ত এও জানিয়ে দেন, ইরানের ওপর দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা জারি রেখেছে আমেরিকা। তাছাড়া কোনো দেশ যদি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখে তাহলে আমেরিকার পক্ষে সেই দেশের ওপর নিষেধাজ্ঞা চাপানো হতেই পারে। নাম না করে ভারতকে বেদান্তের হুঁশিয়ারি, ‘যারাই ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করবে তাদের মনে রাখা উচিত, তারা নিজেরাই নিষেধাজ্ঞা চাপানোর পথ খুলে দিচ্ছে।’
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে বাণিজ্য পরিবহণের বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারত। সোমবার ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে দশ বছরের চুক্তি করে নয়াদিল্লি। কেন্দ্রীয় বন্দরমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ইরানে গিয়েছিলেন এই চুক্তির জন্য। যেখানে ভারতকে ঘিরে ফেলে চিন বাণিজ্য করিডোর বানিয়ে তোলার চক্রান্ত করছে, সেখানে এই নয়া চুক্তি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কিন্তু এই চুক্তি যে একেবারেই ভালোভাবে নেয়নি আমেরিকা, সেটা তাদের বার্তাতেই স্পষ্ট।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন