বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :জর্ডনে সিরিয়া সীমান্তের কাছে রোববার মার্কিন বাহিনির ওপর ড্রোন হামলায় তিন আমেরিকান সেনার মৃত্যুর ঘটনায় ইরানকে প্রথম থেকেই দুষছে আমেরিকা। এই পরিস্থিতিতে ইরানের ওপরে হামলা চালানোর জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের উপরে চাপ বাড়াচ্ছে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সদস্যদের একটা অংশ। কিন্তু গত কয়েক দশকে বিভিন্ন দেশে যুদ্ধ চালাতে গিয়ে আমেরিকার ব্যর্থতার কথা মাথায় রেখে এখনই সে পথে হাঁটতে নারাজ পেন্টাগন।
পেন্টাগনের পক্ষে জানানো হয়েছে, তারা ইরানের সঙ্গে যুদ্ধ চাইছে না এবং তাদের বিশ্বাস তেহরানও যুদ্ধ চায় না। মঙ্গলবার (৩০ জানুয়ারি) পেন্টাগনের এক মুখপাত্র বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমরা ব্যবস্থা নেব। সেনার উপরে হামলার জবাব দেব।’
পেন্টাগন সূত্রের খবর, আরো ৪০ জন সেনা আহত। জানা গেছে, নিজেদের ভুলেই ঘটনাটি ঘটে। ইরানি জঙ্গিগোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স’ আমেরিকার সেনার ঘাঁটি একটি ড্রোন পাঠিয়েছিল। একই সময়ে আমেরিকান সেনার একটি ড্রোনের সেনা ঘাঁটিতে ফেরার কথা ছিল। শত্রুপক্ষের ড্রোনকে নিজেদের বলে ভুল করে আমেরিকার সেনা। ফলে বিনা বাধায় সেটি হানা দেয় ঘাঁটিতে।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন