বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
ইরানে নবম এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলের ইয়ুথ বিভাগের রুপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। এই ইভেন্টে সোনা জিতেছে চীন ও ব্রোঞ্জ পেয়েছে কাজাখস্তান। আগের দিন ১০ মিটার এয়ার রাইফেলের ছেলেদের জুনিয়র বিভাগের দলগত রুপা জেতেন তিন শুটার রিসালাতুল ইসলাম, রাব্বি হাসান মুন্না ও রবিউল ইসলাম।
ইরানের রাজধানী তেহরানে মঙ্গলবার ১ হাজার ২২৭.৫ স্কোর গড়ে রুপা জেতেন বাংলাদেশ দলের হয়ে খেলা তিন শুটার সৈয়দা হাসান, মাহফুজা জুই জান্নাত ও শারমিন আক্তার। তিন শুটারের মধ্যে সৈয়দা সর্বোচ্চ ৪১৩.৩ স্কোর করেন। জুই ৪০৯.৭ ও শারমিন ৪০৪.৫ স্কোর করেন।
বাংলাদেশি শুটারদের মধ্যে বাছাইপর্ব পেরিয়ে ব্যক্তিগত পদকের লড়াইয়ে ফাইনালে ওঠা সৈয়দা চতুর্থ ও জুই সপ্তম হন।-বিডিনিউজ