শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
ইরানে ৯ পাকিস্তানি শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরো তিন শ্রমিক আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।
তেহরানে পাকিস্তানের রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সফরের একদিন আগেই তার দেশে ৯ পাকিস্তানি শ্রমিকের এই হত্যার ঘটনা ঘটলো।
স্থানীয় সময় শনিবার (২৭ জানুয়ারি) সকালে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরের সিরকান এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানায় ইরানের মেহের নিউজ।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, কয়েকজন সশস্ত্র ব্যক্তি সিরকানের একটি বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি ছুঁড়ে ৯ পাকিস্তানি শ্রসিকদের হত্যা করে। সশস্ত্র ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
আহতদের বরাত দিয়ে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেছেন, খুব ভোরে ৩ জন সশস্ত্র ব্যক্তি তাদের বাড়িতে ঢুকে বিদেশিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ৯ পাকিস্তানির মৃত্যু হয়।
নিহতরা ঘুমন্ত অবস্থায় হামলার শিকার হন ও সবাই একাধিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বেলুচিস্তানের মানবাধিকার সংস্থা হালভাশ জানিয়েছে, নিহত পাকিস্তানিরা গাড়ি মেরামতের দোকানে কাজ করতেন এবং সেখানেই থাকতেন। নিহতরা সবাই পাঞ্জাবের। মুলতান, মুজাফফরগড় এবং বাহাওয়ালপুর জেলার বাসিন্দা ছিলেন তারা।
ইরনা জানায়, নিহতদের মধ্যে ৮ জনের নাম মোহাম্মদ আসিফ, মুহাম্মদ আসগর, মুহাম্মদ আখতার, মোহাম্মদ শোয়েব, শাব্বির আরাইন, মোহাম্মদ আজর, আশফাক ও উসমান। নিহতদের মধ্যে দুই ভাইও রয়েছেন।
তিনি বলেছেন, সারাভানে ৯ পাকিস্তানিকে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। হত্যার শিকার ব্যক্তিদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করবে দূতাবাস। এ ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়াতে ইরান সরকারের প্রতি আহ্বান জানাই।
এই ঘটনার জেরে তেহরান ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ভেঙে পড়ার উপক্রম হয়।
তথ্যসূত্র: বাংলানিউজ