ইরান সরকারের প্রথম নারী মুখপাত্র কে এই ফাতেমেহ মোহাজেরানি?

আপডেট: আগস্ট ২৯, ২০২৪, ১২:২৬ অপরাহ্ণ

ড. ফাতেমেহ মোহাজেরানি

সোনার দেশ ডেস্ক :


ইরান সরকারে প্রথমবারের মতো নারী মুখপাত্র নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক মন্ত্রিসভা বৈঠকে ওই নারীকে নিয়োগ দেন।

তেহরান টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
এতে বলা হয়, ইরান সরকারের প্রথম নারী মুখপাত্রের নাম ড. ফাতেমেহ মোহাজেরানি। তিনি মাসুদ পেজেশকিয়ান সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

বর্তমানে ৫৪ বছর বয়সী মোহাজেরানি ইরানের মারকাজি প্রদেশের আরাক শহরে ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন।তিনি স্কটল্যান্ডের হেরিওট-ওয়াট বিশ্ববিদ্যালয়ের এডিনবার্গ ক্যাম্পাস থেকে তার ডক্টরেট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি লাভ করেন।

হাসান রুহানির সরকারের সময়, মোহাজেরানি ইরানের শরিয়তি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষক বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এটি নারী শিক্ষার্থীদের জন্য একটি প্রতিষ্ঠান। তার আগে ২০১৭ সালে তিনি সেন্টার ফর ব্রিলিয়ান্ট ট্যালেন্টের প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন।

মোহাজেরানি তার কর্মজীবন জুড়ে শিক্ষা মন্ত্রণালয়ে অন্যান্য বিভিন্ন ভূমিকা পালন করেছেন।
আর এবার ইরান সরকারে প্রথম নারী মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তার এই নিয়োগকে ঐতিহাসিক বলা হচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এর আগে গত সপ্তাহে ড. শিনা আনসারি নামের এক নারীকে ইরানের পরিবেশ অধিদপ্তরের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। বিজ্ঞান ও গবেষণা বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ ব্যবস্থাপনায় পিএইচডি ডিগ্রিধারী শিনা আনসারি তেহরান পৌরসভার বায়ু মান নিয়ন্ত্রণ কেন্দ্রের উপদেষ্টা ছিলেন।

তার আগে তিনি পৌরসভার পরিবেশ ও টেকসই উন্নয়নের প্রধান এবং পরিবেশ অধিদপ্তরে পরিবেশ দূষণ মনিটরিং ব্যুরোর সাধারণ পরিচালকের পদে অধিষ্ঠিত ছিলেন।
তথ্যসূত্র: রাইজিংবিডি

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version