বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
এটা আমরা সকলেই জানি পাকিস্তানের আর্থিক পরিস্থিতি কোনওদিনই ভাল ছিল না। অতীত কাল থেকেই পাকিস্তানের অর্থনীতি যেন অন্যের উপর নির্ভরশীল। অন্য দেশের দয়ায় বেঁচে রয়েছে পাকিস্তান। তবে কথায় আছে আকাশের চাঁদ ধরার ইচ্ছা থাকে ঝুপড়ির বাসিন্দাদেরও। সেই অবস্থাই এবার হয়েছে পাকিস্তানের।
টেসলা কর্তা ইলন মাস্কের কাছ থেকে হাইস্পিড ইন্টারনেট চেয়েছে পাকিস্তান। যে গতিতে পাকিস্তানে ইন্টারনেটের স্পিড চলছে তাকে গতি দিতেই পাকিস্তানের এই চাহিদা। ইলন মাস্ক বিষয়টি নিয়ে না করেনি পাকিস্তানকে। তবে তিনি এমন টাকা চেয়েছেন যা শুনে আকাশ থেকে মাটিতে পড়েছে পাক সরকার। এত টাকা তারা কোথা থেকে দেবেন তা নিয়ে এবার তৈরি হয়েছে জল্পনা।
যে খবর পাওয়া গিয়েছে সেখান থেকে জানা যায় ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিঙ্ক পাকিস্তানকে হাইস্পি়ড ইন্টারনেট দিতে রাজি হয়েছে। তবে তার বদলে তারা যে টাকার পরিমান চেয়েছে সেটাই হল আসল বিষয়। মাস্ক জানিয়ে দিয়েছে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে পাকিস্তানকে দিতে হবে। এখানেই শেষ নয়, ১ লক্ষ ২০ হাজার টাকা আলাদাভাবে পাকিস্তানকে দিতে হবে এই হাইস্পিড ইন্টারনেটের হার্ডওয়ার বসানোর জন্য। এই কথা শুনে আপাতত পাক সরকার অনেকটাই পিছিয়ে গিয়েছে। তারা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে বলেই খবর।
যদি স্টারলিঙ্ক পাকিস্তানকে হাইস্পিড ইন্টারনেট দেয় তাহলে সেখানে ইন্টারনেট স্পিড ৫০ থেকে ২৫০ এমবিপিএস চলে যাবে। তবে সেটা করতে পাক সরকারের কালঘাম ছুটছে এখন থেকেই।
টেলসা কর্তার কাছে এবিষয়ে খানিকটা ছাড় দেওয়ার জন্য অনুরোধ করছে পাকিস্তান। তবে তাতে নিজের জায়গা থেকে এতটুকু সরে যেতে নারাজ মাস্ক। তার দাবি যেভাবে তিনি সকল দেশের সঙ্গে কাজ করেন সেভাবেই তিনি পাকিস্তানের সঙ্গেও কাজ করবেন। তবে সেজন্য তাদেরকে মাস্কের নিয়ম মেনেই কাজ করতে হবে। যে টাকা তিনি চেয়েছেন সেটা তাকে দিতেই হবে। তাহলেই তিনি পাকিস্তানকে হাইস্পিড ইন্টারনেট দেবেন। নাহলে নয়।
তথ্যসূত্র: আজকাল অনলাইন