ইলামিত্র শিল্পী সংঘের আয়োজনে রবীন্দ্র্র-নজরুল স্মরণ সন্ধ্যা

আপডেট: জুন ৩, ২০২৩, ১২:৫২ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


ইলামিত্র শিল্পী সংঘের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েেেছ। শুক্রবার (২ জুন) কুমারপাড়া কার্যালয়ে সংগঠনের সভাপতি তাপস মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক গোলাম কবির ও অধ্যাপক এস এম আবু বকর তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মনুষ্যত্ব ও মানুষে মানুষে মিলনের উপর গুরুত্বারোপ করেন। স্মরণ শ্রদ্ধায় বক্তারা বলেন, এই বিভেদহীনতা ও মিলনের চেতনায় উদ্বুদ্ধ হতে এবং দেশকে শান্তির দেশে পরিণত করতে এইসকল মহাপ্রাণ মানুষের সৃষ্টি ও জীবনকে আমাদের নিয়মিত চর্চায় আনতে হবে। সাধারণ সম্পাদক সেলিম রেজার পরিচালনায় সংঘের শিল্পীবৃন্দ রবীন্দ্রনাথ ও নজরুলের নানা অঙ্গের গান গেয়ে শোনান। তবলায় সহযোগিতা করেন অরুণ দাশ। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের শিল্পীরা।